বুধবার ১৩ অক্টোবর ২০২১ - ১২:৩৯
সৈয়দ হাসান নাসরুল্লাহ

হাওজা / লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন: আফগানিস্তানকে গৃহযুদ্ধের দিকে নিয়ে জেতে চায় দায়েশ।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ বলছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আফগানিস্তানকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে।

আফগানিস্তানের কুন্দুজ শহরের খানাবাদ এলাকার একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় ১৫০ জনের বেশী মানুষ নিহত হওয়ার পর এ কথা বললেন হিজবুল্লাহ মহাসচিব। ওই হামলার নিন্দাও জানিয়েছেন তিনি।

হামলায় আহতদের সবাই আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম নৃ-গোষ্ঠী হাজারা শিয়া সম্প্রদায়ের লোক। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

গতকাল টেলিভিশনে দেওয়া এক ভাষণে হিজবুল্লাহ নেতা বলেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী জঘন্য এই বর্বরতা চালিয়েছে এবং হামলার দায়-দায়িত্ব আমেরিকাকে বহন করতে হবে।

হাসান নাসরুল্লাহ বলেন, কুন্দুজের শিয়া মসজিদে যে রক্ত ঝরেছে তার দায়িত্ব মার্কিন প্রশাসন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং দায়েশকে সমর্থন দেয়ার সাথে যারা জড়িত তাদের সবাইকে নিতে হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha